মেহেরপুরে ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর পুলিশি হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

 

মেহেরপুর অফিস: মেহেরপুরে ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে গতকাল শনিবার বিকেলে মেহেরপুরে জেলা ছাত্রলীগের উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল শেষে শহরের হোটেলবাজার তিন রাস্তার মোড়ে সমাবেশ করা হয়েছে।

গতকাল  বিকেলে মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি সাফুয়ান আহমেদ রূপক ও সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরের হোটেলবাজার মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হোটেলবাজার তিন রাস্তার মোড়ে অনুষ্ঠিত সমাবেশে মিলিত হয়। ওই সময় জেলা ছাত্রলীগের সভাপতি সাফুয়ান আহমেদ রূপকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. গোলাম রসুল। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমান মফিজ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজন, শহর ছাত্রলীগের সভাপতি মাহফিজুর রহমান পোলেন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম, শহর ছাত্রলীগের সম্পাদক ফেরদৌস শোভন, গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রেজা সেন্টু, সম্পাদক বিপ্লব হোসেন, যুগ্মসম্পাদক ইসমাইল হোসেন, কলেজ ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম তহিদ, সম্পাদক কুদরত-ই খুদা রুবেল প্রমুখ। সমাবেশে আজ রোববার গাংনী ডিগ্রি কলেজ, মুজিবনগর ডিগ্রি কলেজ ও মেহেরপুর সরকারি কলেজে পুলিশি হয়রানির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেয়া হয়।

উল্লেখ্য, শুক্রবার রাতে মেহেরপুর শহরের বাসস্ট্যান্ড কাজি অফিসপাড়া এলাকায় তুচ্ছ ঘটনায় ধাওয়া-পাল্টা ধাওয়াকে কেন্দ্র করে রাতে পুলিশ শহরের কলেজ মোড় এলাকা থেকে জোর করে শহর ছাত্রলীগের সভাপতি মাহফিজুর রহমান পোলেনসহ কয়েকজন ছাত্রলীগ নেতাকে আটক করার চেষ্টা করলে পুলিশের সাথে অপ্রীতিকর ঘটনা ঘটে।