মুজিবনগর নাইটবার্ড ফুটবলের উদ্বোধনী খেলায় করমদী একাদশ জয়ী

 

মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর দারিয়াপুরের নাইটবার্ড ক্লাবের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে নাইটবার্ড ফুটবল টুর্নামেন্টের দারিয়াপুর ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র ক্লাবের সভাপতি হাসান কুতুবুজ্জামান। প্রধান অতিথি মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চাঁদু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আবুল হাসেম, হজরত আলী, জাহিদ হাসান রাজিব, দারিয়াপুর ইউপি আ.লীগ সভাপতি মোয়াজ্জেম হোসেন বক্তব্য রাখেন বকুল, মইনুল ইসলাম।

উধোধনী দিনে গাংনী উপজেলার করমদী ফুটবল একাদশ ৩-০ গোলে মুজিবনগর উপজেলার, মুজিবনগর শাপলা সেচ্ছাসেবী ক্লাবকে পরাজিত করে শুভসূচনা করে। রেফারির দায়িত্ব পালন করেন বিশিষ্ট ব্যাংকার আফতাবউদ্দীন। প্রথম পুরস্কার হিসেবে ১টি গরু ৩০ হাজার টাকা ও ২য় পুরস্কার হিসেবে ১টি গরু ২৫ হাজার টাকা মূল্যের পুরস্কার ঘোষণা করেছে ক্লাব কর্তৃপক্ষ।