স্টাফ রিপোর্টার: মাগুরা সদর উপজেলার ভিটাসাইর এলাকায় নিজ ছেলেদের হাতে বাবা কামরুল ইসলাম (৫০) খুন হয়েছেন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত কামরুল ইসলাম সদর উপজেলার ভিটাসাইর এলাকার বাসিন্দা। ঘাতক দুই ছেলে হলেন, ডাবলু (২৫) ও কিবলু (২৩)। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে কামরুল ইসলামের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে তার দুই ছেলে ডাবলু ও কিবলুর বাকবিতণ্ডা হয়। এর একপর্যায়ে তারা উত্তেজিত হয়ে বাবা কামরুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নেয়া হলে তিনি মারা যান। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক অরুণ কান্তি ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন। মাগুরা সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নাসির আহম্মেদ জানান, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।