মহেশপুরে অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী হ্যাপি গ্রেফতার

 

মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ অস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী হাফিজুর রহমান হ্যাপিকে (৩৫) গেফতার করেছে।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেন জানান, গত শুক্রবার রাতে ভাটপাড়া গ্রামের আরোদ আলীর পুত্র হ্যাপী দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজী করতো। হ্যপিকে উপজেলার যাদবপুর এলাকা থেকে আটক করার পর তার স্বীকারোক্তি মোতাবেক রাত সাড়ে ১১টায় ভাটপাড়া গ্রামের বজলুর রহমানের বাড়ীর সোকেচের মধ্যো থেকে আমেরিকার সেনা বাহিনীর ব্যবহৃত একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। হ্যাপির বিরুদ্ধে মহেশপুর থানায় ৩টি মামলা রয়েছে। এলাকাবাসী জানায়, এ সরকার ক্ষমতায় আসার পর তার অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে।