মাথাভাঙ্গা মনিটর: ভারতের উত্তরপূর্বাঞ্চলে একটি শক্তিশালী বোমা বিস্ফোরণে ৯ শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২১ জন। শনিবার পুলিশ এ খবর জানিয়েছে। মায়ানমার সীমান্তের নিকটবর্তী মনিপুরের ইম্ফাল শহরের উপকণ্ঠে শুক্রবার রাতে বোমাটি বিস্ফোরিত হয়। মনিপুর পুলিশ প্রধান এমকে দাস সংবাদ সংস্থাকে বলেন, উচ্চক্ষমতা সম্পন্ন বোমাটি একটি অস্থায়ী তাবুর মধ্যে রাখা হয়েছিলো। এটি বিস্ফোরিত হয়ে নয়জন নিহত হয়েছে ও ২১ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে কর্তব্যরত এক চিকিৎসক জানিয়েছেন, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। এক পুলিশ কর্মকর্তা জানান, বিস্ফোরণে হতাহতরা প্রবাসী শ্রমিক। কলকাতার একটি কোম্পানি তাদের নিয়োগ দিয়েছিলো। এখনও এ বোমা হামলার নির্দিষ্ট কারণ জানা যায়নি। কোনও দলও এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি। ভারতের এ প্রদেশটি অনেক দিন ধরেই বিদ্রোহীদের সহিংসতার শিকার হচ্ছে। এ প্রদেশে বসবাসরত কয়েকটি আদিবাসী দল ও গেরিলা বাহিনী দিল্লির আইনের বিপক্ষে আন্দোলন করে যাচ্ছে। বিদ্রোহীদের অভিযোগ দেশটির রাজনীতিবিদরা এ অঞ্চলের উন্নয়নের প্রতি কোনো মনোযোগ দেন না। কর্তৃপক্ষ জানিয়েছে, ১৯৪৭-এ দেশটির স্বাধীনতা পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত দেশটির উত্তরপূর্বাঞ্চলে সাতটি প্রদেশে এ ধরনের সহিংসতায় ৫০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।