মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের ঐতিহাসিক ২৪ রানের জয়ে ১-১ এ সমতা নিয়ে শেষ হলো সিরিজ। সমানে সমান লড়ে দু ম্যাচের এ সিরিজ শেষ হলেও জিম্বাবুয়েকেই সফল বলা চলে। ২০০৭ সালের পর আবারও টেস্ট ৱ্যাঙ্কিং ফিরে পেলো তারা। ২৪ রেটিং পয়েন্টে এগিয়ে বাংলাদেশকে টপকে নয় নম্বরে ব্রেন্ডন টেলরবাহিনী। সবার শেষে দশ নম্বরে বাংলাদেশ।
সমতায় থেকে সিরিজ শেষ করায় চার থেকে ছয়ে নেমে গেছে পাকিস্তান। পাঁচটি রেটিং পয়েন্ট খুঁইয়ে গত মাসে পাওয়া স্থানটি হারালো তারা। অ্যাশেজে ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে ৩-০ ব্যবধানে হারালে চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছিলো পাকিস্তান। এবার অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজকে জায়গা করে দিয়ে নেমে গেল মিসবাহ উল হকের দল। ৱ্যাঙ্কিঙের বাইরে থেকে সিরিজ শুরু করেছিলো স্বাগতিক জিম্বাবুয়ে। ২০০৬ সালের জানুয়ারিতে টেস্ট ক্রিকেট থেকে নিজেদের গুটিয়ে নেয়া দলটি ২০১১ সালের আগস্টে বাংলাদেশের সাথে সিরিজ দিয়ে টেস্টে ফিরেছিল। কিন্তু আটটি ম্যাচ না খেলায় ৱ্যাঙ্কিঙে জায়গা হচ্ছিলো না তাদের। পাকিস্তানের পরবর্তী টেস্ট সিরিজ হবে শীর্ষ দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ১৪ অক্টোবর আবুধাবিতে হবে দু ম্যাচের এ সিরিজ।