মাথাভাঙ্গা মনিটর: দু ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ২৪ রানে হারিয়ে ১-১ সমতায় রইলো জিম্বাবুয়ে। জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করতে দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তান লক্ষ্য পেয়েছিলো ২৬৪ রানের। লক্ষ্যে ছুটতে গিয়ে চতুর্থ দিন শেষে ১৫৮ রান করতে পাঁচ উইকেট হারিয়েছে পাকরা। হারারে স্পোর্টিং ক্লাবের পঞ্চম ও শেষ দিনে ২৩৯ রানে থেমে যায় পাকিস্তানীরা। অধিনায়ক মিসবাহ উল হক দলের পক্ষে সর্বাধিক ৭৯ রান করেন। তিনি অপরাজিত থেকে দলকে জিতানোরচেষ্টা করেও ব্যর্থ হন। জিম্বাবুয়ে: প্রথম ইনিংস- ২৯৪/১০, দ্বিতীয় ইনিংস- ১৯৯/১০, পাকিস্তান: প্রথম ইনিংস- ২৩০/৪, দ্বিতীয় ইনিংস- ২৩৯/১০, ফল: জিম্বাবুয়ে ২৪ রানে জয়ী।