ঠাকুরগাঁওয়ে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত

স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের খোচাবাড়ী নামক স্থানে সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেয়ই চার অটোরিকশা যাত্রীর মৃত্যু হয়েছে। সে সময় আহত হয় অটোরিকশার আরও ছয় যাত্রী। নিহতের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, ঠাকুরগাঁও শহরের হাজীপাড়ার সাইফুল ইসলাম (৩৫) ও বড় খোচাবাড়ী গ্রামের মজিবুল হক (৩৮)। আহতদের মধ্যে পাঁচজনের নাম জানা গেছে। তারা হলেন, কমলা, রুমা, লিটন, পারুল, কেয়া। এদের মধ্যে শিশু লিটন, পারুল ও কেয়ার অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঠাকুরগাঁও থেকে খোচাবাড়ীগামী অটোরিকশার সাথে খোচাবাড়ী নামক স্থানে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে। ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার (এসপি) ফয়সল মাহমুদ সংবাদকর্মিদের দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a comment