চুয়াডাঙ্গায় সমাজকল্যাণের অনুদানের চেক বিতরণ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কর্তৃকপ্রাপ্তি ২০১২-১৩ অর্থ বছরের স্বেচ্ছাসেবী সংগঠন সমূহের মধ্যে চুয়াডাঙ্গা জেলা বেসরকারি রেজিঃভুক্ত ৩০টি সংগঠনের মধ্যে এককালীন ৯,৪৩,০০০ (নয় লাখ তিতাল্লিশ হাজার) টাকার অনুদান বিতরণ করা হয়। সেইসাথে ১৪ জন দুঃস্থ ও অসহায় রোগীদের মাঝে এবং মেধাবী গরিব ছাত্রছাত্রীদের মাঝে প্রতিজনকে নগদ ২ হাজার টাকা করে প্রদান করা হয়। অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক ছানোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য মুন্সি আলমগীর হান্নান, জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী পৌকশলী ওমর আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লা আল সামী, স্বেচ্ছাসেবী সংগঠন জীবন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আক্তারুজ্জামান, জেলা সমাজ কল্যাণ পরিষদের সদস্য নুঝাত পারভীন প্রমুখ।