জীবননগর ব্যুরো: গতকাল শনিবার জীবননগর উপজেলার গয়েশপুর মাঠে গয়েশপুর নবারুণ ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ডি গ্রুপের খেলায় জীবননগর একাদশ ৬-৩ গোলে পলিয়ানপুর ফুটবল একাদশকে পরাজিত করেছে। টুর্নামেন্টে ১৩টি দল অংশগ্রহণ করছে। খেলায় একচ্ছত্র অধিপত্য বিস্তার করে জীবননগর ফুটবল একাদশের রকির হ্যাটট্রিক ৩ গোলসহ সাইদুর, শামীম ও মামুন একটি করে গোল করে দলকে জয়লাভ নিশ্চিত করে।
অপরদিকে গোল পরিশোধে মরিয়া পলিয়ানপুর ফুটবল একাদশের পক্ষে শেষ পর্যন্ত জুবায়ের ২টি ও মালেক ১টি গোল শোধ করে। খেলাটি পরিচালনা করেন আব্দুস সবুর, মুন্সী আব্দুর রকিব কিরণ ও রবিউল ইসলাম রবি।