গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার হিন্দা গ্রাম থেকে সাতবোতল ফেনসিডিলসহ আসিফ আলী (২২) নামের এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল শনিবার রাত নয়টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল আসিফ আলীর বাড়ির পাশ থেকে তাকে গ্রেফতার করে। সে হিন্দা ভিটাপাড়ার আকবর আলীর ছেলে।
গাংনী থানা সুত্রে জানা গেছে, মাদক ক্রেতা সেজে ডিবির সদস্যরা আসিফকে হাতেনাতে গ্রেফতার করে।