গতকাল শনিবার বিকেল পাঁচটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির গেমস রুমে অনুষ্ঠিত হলো ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গার (ডুসাক) নির্বাচন। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চুয়াডাঙ্গা জেলার ছাত্রছাত্রীদের ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে মো. কদর আলী বায়োজিদ ও মো. শামীম হোসেন। নির্বাচন পরিচালনা করেন ডুসাকের প্রধান নির্বাচন কমিশনার মো. সেলিম জামান, নির্বাচন কমিশনার রুহুল আমিন মল্লিক ও রওনক জাহান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার, ডুসাকের প্রধান পৃষ্ঠপোষক এনটিভির স্টাফ রিপোর্টার আহমেদ পিপুল, জেলা সমিতির নির্বাহী সদস্য আলাউদ্দিন হেলা, ডুসাকের সাবেক সভাপতি শেখ জাহাঙ্গীর হোসাইন তাজ, সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সাবেক সাধারণ সম্পাদক মো. নাঈমুল হক রিংকু।