স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ীর পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজ রয়েছে ৩৫ জন। গতকাল শনিবার দুপুর পৌনে ৩টার দিকে হঠাৎ দমকা হাওয়ায় নদী পারাপারের সময় নৌকাটি ডুবে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চাশ জনের মতো যাত্রী নিয়ে গোদাগাড়ীর হাটপাড়া খেয়াঘাট থেকে ইঞ্জিনচালিত একটি নৌকা চাঁপাইনবাবগঞ্জের আলতুলি ইউনিয়নের বগচর লুটারু পাড়া যাচ্ছিলো। দুপুরে পথিমধ্যে হঠাৎ প্রবল বাতাস ও স্রোতের তোড়ে নৌকাটি ডুবে যায়। কিছু সময় পর নদীতে ভাসমান অবস্থায় এক শিশু ও দু ব্যক্তির লাশ উদ্ধার করে স্থানীয়রা। নিহত শিশু নাম ইসরাত (৩) চাঁপাইনবাবগঞ্জের চর আলতুলি ইউনিয়নের পশ্চিম কোদালকাটি এলাকার সাহেব আলীর মেয়ে। নিহত দু যুবকের একজন হলেন- একই গ্রামের টুকু বিশ্বাসের ছেলে দেলোয়ার হোসেন বাদশা (৩৫)। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। এদিকে এখন পর্যন্ত অন্তত ৩৫ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে তাদের কারও নাম ঠিকানা জানা যায়নি।