মেহেরপুরে ছিনতাইকারীদের আঘাতে দুজন আহত

 

মেহেরপুর অফিস: গতরাতে মেহেরপুর-আশরাফপুর সড়কে মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া গোরস্থানের কাছে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে মহিরুল ইসলাম (৩০) নামের এক যুবক রক্তাক্ত জখম ও মোটরসাইকেল আরোহী জিয়ারুল ওরফে জিয়া (৩০) মারাত্মক আহত হয়েছে। আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, গতকাল শুক্রবার রাত ৯টার দিকে মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের মসজিদপাড়ার আব্দুস সালামের ছেলে মহিরুল ও একই পাড়ার জোজির ছেলে জিয়া মোটরসাইকেলেযোগে মেহেরপুর থেকে বাড়ি ফিরছিলেন। পথে বামনপাড়া গোরস্তানের কাছে পৌঁছুলে ৭/৮ জনের ধারালো অন্ত্রধারী ছিনতাইকারী তাদের গতিরোধ করার চেষ্টা করে। ওই সময় তারা দ্রুত বের হয়ে যাওয়ার চেষ্টা করলে ছিনতাইকারীরা তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ওই সময় চালক মহিরুল ইসলামের মাথায় কোপ লাগলে তারা মোটরসাইকেলসহ মাটিতে পড়ে যায়। ওই সময় আরোহী জিয়াকেও তারা মারপিট করে। তাদের চিৎকারে লোকজন ছুটে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। তাদেরকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।