বাংলার নবাব আনোয়ার হোসেনের দাফন সম্পন্ন

 

স্টাফ রিপোর্টার: বাংলা চলচ্চিত্রের মুকুটহীন সম্রাট কিংবদন্তি অভিনেতা আনোয়ার হোসেন আর নেই। গত বৃহস্পতিবার দিনগত রাত পৌনে তিনটার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিলো ৮২ বছর। আনোয়ার হোসেনের মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া গভীর শোক প্রকাশ করেছেন। শুক্রবার দুপুরে বায়তুল মোকাররম মসজিদে জানাজা শেষে আনোয়ার হোসেনকে নেয়া হয় তার দীর্ঘদিনের কর্মস্থল এফডিসিতে। সেখানে দ্বিতীয় জানাজার পর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। ১৮ আগস্ট থেকে স্কয়ার হাসপাতালে ভর্তি চিকিৎসাধীন ছিলেন এ অভিনেতা। দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভূগছিলেন তিনি। বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দেখতে হাসপাতালে যান। এ সময় প্রধানমন্ত্রী কিংবদন্তি নেতা আনোয়ার হোসেনের পরিবারের সদস্যদের ১০ লাখ টাকা অনুদানও দেন। আনোয়ার হোসেনের জন্ম ১৯৩১ সালে ময়মনসিংহে। তার জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে- কাঁচের দেয়াল (১৯৬৩), বন্ধন (১৯৬৪), জীবন থেকে নেয়া (১৯৭০), রংবাজ (১৯৭৩), ধীরে বহে মেঘনা (১৯৭৩), রুপালী সৈকতে (১৯৭৭), নয়নমণি (১৯৭৭), নাগর দোলা (১৯৭৮), গোলাপী এখন ট্রেনে (১৯৭৮), সূর্য সংগ্রাম (১৯৭৯) ইত্যাদি।