মাথাভাঙ্গা মনিটর: বলিউডের জনপ্রিয় নায়ক সঞ্জয় দত্ত এবং সালমান খানের পর নায়িকা প্রীতি জিনতাও কি কারাগারে যাবেন! কারণ গত বৃহস্পতিবার দেশটির একটি আদালত তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। মুম্বাইয়ের আন্ধেরির স্থানীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। প্রীতির বিরুদ্ধে অভিযোগ, তার ইস্যু করা ১৮ লাখ রুপির চেক বাউন্স করেছে। অভিযোগ দায়ের করেছেন চিত্র নাট্যকার আব্বাস টাইরেওয়ালা। এর প্রেক্ষিতেই এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানিয়েছেন প্রীতির আইনজীবী। এর আগে চার বার আদালতে হাজিরা দিতে বলা হলেও প্রীতি যাননি। এরপরই তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। তার আইনজীবী জানিয়েছেন, দেশে না থাকার কারণে আদালতে হাজিরা দিতে পারেননি তিনি। এরপর আমরা হয় আদালতে যাবো পরোয়ানা খারিজ করানোর জন্য কিংবা মুম্বাই হাইকোর্টের কাছে আবেদন করবো। এর আগে একবার আদালতে হাজিরা না দেয়ার কারণে প্রীতিকে ৫ হাজার টাকা জরিমানা দিতে হয়েছিলো।