মাথাভাঙ্গা মনিটর: জাতীয় দলের জার্সি যেন নেইমারের ওপর বোঝা না হয়ে দাঁড়ায় সে ব্যাপারে ব্রাজিলকে সতর্ক করলেন সাবেক গ্রেট পেলে। ব্রাজিলিয়ান এ লিজেন্ড বললেন, শুধুমাত্র নেইমারের ওপর নির্ভরতা করা উচিত হবে না জাতীয় দলের। এতে করে বর্তমান বার্সেলোনা ফরোয়ার্ড প্রত্যাশার চাপে ভেঙে পড়তে পারেন। ইতোমধ্যে সেলেকাওদের মূল খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন নেইমার। সম্প্রতি কনফেডারেশন্স কাপ জয়ে চারটি গোল করার পাশাপাশি সমানসংখ্যক সহায়তা করেছেন তিনি। আর সর্বশেষ অস্ট্রেলিয়া ও পর্তুগালের বিপক্ষে প্রীতি ম্যাচের দুটিতেই গোল করেছেন নেইমার।
২১ বছর বয়সী তারকার ঘাঁড়ে খুব বেশি দায়িত্ব চাপিয়ে দেয়ার পক্ষে নন পেলে, নেইমার অসাধারণ একজন খেলোয়াড়। দলের জন্য সে অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। যাই হোক, আমরা তার উপর খুব বেশি নির্ভর হতে পারি না।