দৌলতপুরে প্রবাসীর বাড়িতে বোমা ফাটিয়ে ডাকাতি : ছয় লাখ টাকার মালামাল লুট

 

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কিশোরীনগর ঝাউপাড়া গ্রামের এক প্রবাসীর বাড়িতে ডাকাতদল হানা দিয়ে বোমা ফাঁটিয়ে নগদ টাকা ও সোনার গয়নাসহ ৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ সময় ডাকাতদলের হামলায় ১ জন আহত হয়েছে।

থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাত ১টার দিকে ১০/১২ জনের ডাকাতদল কিশোরীনগর ঝাঁউপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে দুবাই প্রবাসী আব্দুল কাফির বাড়িতে হানা দিয়ে বাড়ির লোজনকে জিম্মি করে। নগদ ৬০ হাজার টাকা ও সোনার গয়নাসহ ৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় বাড়ির লোকজন ডাকাতদলকে বাধা দেয়ার চেষ্টা করলে ডাকাতরা আব্দুল কাফির স্ত্রী বাশিরা খাতুনকে (৩৮) পিটিয়ে আহত করে। বাড়ির লোকজনের চিৎকার শুনে গ্রামবাসী ছুটে এলে ডাকাতদল ৪টি শক্তিশালী বোমা ফাঁটিয়ে ত্রাস সৃষ্টি করে নির্বিঘ্নে চলে যায়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

Leave a comment