স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর কলেজপাড়ায় সাপ নিয়ে একদল সাপুড়ে ঝাপান খেলার আয়োজন করে। সাপ নিয়ে চলে তুমুল লড়াই। নেচে গেয়ে সাপ খেলা দেখিয়ে প্রথম হয়েছে রায়হান সাপুড়ে ও তার দল। আয়োজকরা এ তথ্য জানিয়ে বলেছে, আলমাডাঙ্গা পারকুলা গ্রামের ছাত্তার ও তার দল দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে ঠাকুরপুরের ইউসুফ সাপুড়ে ও তার দল। চতুর্থ হয়েছে খাজুরার চতুর আলী ও তার দল। সাপুড়েদের ঝাপান প্রতিযোগিতা এলাকার অসংখ্য নারী-পুরুষ উপভোগ করেন।