মাথাভাঙ্গা অনলাইন : চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামের মুচিপাড়ার মাঠে সন্ত্রাসীরা রাসেল (৩০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে ও জবাই করে খুন করেছে ।
নিহত রাসেল ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলার ফতেপুর গ্রামের আব্দুল হকের ছেলে।
শুক্রবার সকালে কৃষকরা ক্ষেতে কাজ করতে গেলে রাসেলের মৃতদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ সকাল সাড়ে ১০ টায় ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।