যশোরে যাত্রীবাহী বাস থেকে দেড় কেজি সোনা উদ্ধার

 

মাথাভাঙ্গা অনলাইন ঃ

যশোর সদর উপজেলার কিসমত নওয়াপাড়ায় বৃহস্পতিবার দুপুরে যাত্রবাহী বাস থেকে দেড় কেজি ওজনের ১২টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি।

যশোর-২৬ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল মতিউর রহমান বাংলানিউজকে জানান, দুপুরে বিজিবির একটি টহল দল কিসমত নওয়াপাড়ার রজনীগন্ধা পেট্রোল পাম্পে জিএম পরিবহনের একটি বাসে অভিযান চালায়। এসময় ওই বাস থেকে পরিত্যক্ত অবস্থায় ১২টি সোনার বার উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত সোনার পরিমাণ এক কেজি চারশ’ গ্রাম বলে তিনি জানান।