মেহেরপুর অফিস: বেতন ও পেশাগত সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর নির্দেশনা ও সরকারের ২য় আন্ত্রঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে মেহেরপুর শহরে বিক্ষোভ মিছিল করেছে মেহেরপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ও পলিটেকনিক ছাত্র শিক্ষক সংগ্রাম পরিষদ। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে মেহেরপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ও পলিটেকনিক ছাত্র শিক্ষক সংগ্রাম পরিষদের আহ্বায়ক বজলুর রহমানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল মেহেরপুর বড় বাজার থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সড়ক ও জনপথ অফিস প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় মেহেরপুর জেলা ডিপ্লোমা ইঞ্জিনিয়রিং ইনষ্টিটিউট জেলা শাখার সভাপতি এসএম রাকিবুল ইসলাম, উপসহকারী স্বাস্থ্য প্রকৌশলী মাকবুলার রহমানসহ শতাধিক ইঞ্জিনিয়ার ও পলিটেকনিকের ছাত্র-ছাত্রীরা মিছিলে অংশগ্রহণ করে।
ঝিনাইদহ অফিস জানিয়েছে, দু দফা দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বেতন বৈষম্য ও পেশাগত সমস্যার সমাধানে প্রধানমন্ত্রীর নির্দেশনা ও সরকারের গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ অবিলম্বে বাস্তবায়নসহ দু দফা দাবিতে তারা এ কর্মসূচি পালন করে। বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, পেশাজীবি ও ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদ ঝিনাইদহ জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে। পরে স্থানীয় পোষ্ট অফিসের সামনে সমাবেশে বক্তব্য রাখেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পেশাজীবি ছাত্র সংগ্রাম পরিষদ জেলা শাখার সভাপতি সুকণ্ঠ দে শর্মা, সাধারণ সম্পাদক মুন্সী মোহাম্মদ জাফর, সাব্বির আহমেদ, ইয়াসিন আলী, স্বপন কুমার, জহুরুল ইসলাম, নাজমুল ইসলাম, আনোয়ার হোসেন প্রমুখ। বক্তারা বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বেতন বৈষম্য, পদোন্নতিসহ প্রতিনিয়ত অবহেলা ও বঞ্চিত করা হচ্ছে। এমনকি ঢাকা মহানগর ইমারত বিধিমালা-২০০৮’র মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রকৌশলী হিসেবেই অস্বীকার করা হয়েছে। এ সময় তারা দাবি করেন, বেতন বৈষম্য ও পেশাগত সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর নির্দেশনা ও আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ অবিলম্বে বাস্তবায়ন, ইঞ্জিনিয়ারিং সার্ভিসে টাইমবার পদোন্নতি প্রথা চালুসহ ডিগ্রি ইঞ্জিনিয়ারদের ডেস্ক ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ফিল্ড ইঞ্জিনিয়ারিঙে ক্যাটাগরি ভাগ করে দায়িত্ব দেয়া, সকল প্রশাসনিক পদে কারিগরি পেশাজীবিদের নিয়োগ বন্ধ করে জেনারেলিস্টদের নিয়োগ দিতে হবে।