মেহেরপুরে খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত

 

মেহেরপুর অফিস: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৬ষ্ঠ কারামুক্তি দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর জেলা বিএনপির শাহাজীপাড়াস্থ কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপি নেতা আনোয়ারুল হক কালুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি নেতা আনছার উল হক। অনুষ্ঠানে অংশগ্রহণ ও বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্মআহ্বায়ক প্রভাষক ফয়েজ মোহাম্মদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্মআহ্বায়ক মোস্তাকিম, সদন থানা যুবদলের সভাপতি হাসিবুজ্জামান স্বপন, পৌর যুবদলের সিনিয়র সহসভাপতি আনিছুর রহমান লাবলু, সদর থানা যুবদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মুকুল, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মীর আলমগীর ইকবাল আলম, তৃণমূল দলের সদর থানা সভাপতি ওমর ফারুক লিটন, তারেক পরিষদের জেলা আহ্বায়ক রাশিকুল ইসলাম, যুবদল নেতা গোলাম মর্তুজা লিটন, আব্দুর রাজ্জাক, ছাত্রনেতা রনি, সানি, জনি, ফিরোজ, ইকবাল, রেমিম প্রমুখ।