মাথাভাঙ্গা মনিটর: ইরাকের রাজধানী বাগদাদে একটি শিয়া মসজিদের কাছে দুটি বিস্ফোরণে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৫৫ জন। শিয়া অধ্যুষিত জেলা কাসরায় গত বুধবার সন্ধ্যার নামাজের পর মুসল্লিরা মসজিদ থেকে বের হওয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানা গেছে। এখনো পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে সুন্নি জঙ্গিরাই এ ঘটনা ঘটিয়েছে। এদিকে একই দিনে উত্তরের শহর মসুলে পুলিশের একটি গাড়িবহরে বোমা হামলায় এক পুলিশ সদস্য নিহত এবং তিন জন আহত হয়েছেন। সাম্প্রতিক মাসগুলোতে ইরাকে সম্প্রদায়গত সংঘাত চরম আকার ধারণ করেছে। ২০০৮ সালের পর ইরাক কখনো এতো সংঘাতময় ছিলো না। জাতিসংঘ জানিয়েছে, এ বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত ইরাকে বিভিন্ন হামলায় ৫ হাজারের বেশি মানুষ মারা গেছে, আহত হয়েছে ১২ হাজার।