ঝিনাইদহের এনায়েতপুরও হরিণাকুণ্ডুর রিশখালী বাজারপাড়ায় ডাকাতদলের হানা!
বদরগঞ্জ ব্যুরো: ঝিনাইদহের এনায়েতপুর ও হরিণাকুণ্ডুর রিশখালী বাজারপাড়ায় গত ১১ সেপ্টেম্বর রাতে দুটি বাড়িতে ডাকাতি হয়েছে। ১০ থেকে ১২ জনের ডাকাতদল বাড়িতে প্রবেশ করে দুটি বাড়ির গৃহকর্তাকে অস্ত্রের মুখে জিম্মি করে মোটা অঙ্কের টাকাসহ সোনার গয়না লুট করে নিয়ে যাওয়ার সময় ডাকাতদলকে বাধা দেয় দুটি বাড়ির মহিলারা। এ সময় ডাকাতদল ধারালো অস্ত্র দিয়ে দু মহিলাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে বোমা ফাটিয়ে পালিয়ে যায়।
এলাকাসূত্রে জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের এনায়েতপুর বাগানপাড়ার আনোয়ার হোসেনের বাড়িতে গত বুধবার রাত ১২টা ২৮ মিনিটে চরমপন্থি দলের নাম ভাঙিয়ে এক ১০ থেকে ১২ জনের এক দল ডাকাত প্রবেশ করে। ডাকাতদল প্রথমে বাড়ির কর্তা আনোয়ার হোসেনকে (৫৭) অস্ত্রের মুখে জিম্মি করে বেধড়ক পিটিয়ে আহত করে ডাকাতি শুরু করে। ডাকাতদলেরা ঘরে থাকা নগদ এক লাখ টাকাও সোনার গয়না লুটপাটের সময়ে আনোয়ার হোসেনের স্ত্রী মোছা. সুন্দরী খাতুনের (৩৫) গলায় থাকা সোনার চেন ছিনিয়ে নেয়ার ধস্তাধস্তির সময় ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে রাখে। ওই রাতে এলাকাবাসী আনোয়ার হোসেনও তার স্ত্রীকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। একই রাতে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের রিশখালী বাজারপাড়ার গড়ায় শ্রী অবণী ঠাকুরের (৩৪) বাড়িতে হানা দেয়ার পর (৬৭) রবীন্দ্রনাথ গড়াইয়ের (৬৬) বাড়িতে ডাকাতদলেরা গেটের গ্রিল ভেঙে প্রবেশ করে রবীন্দ্রনাথকে পিটিয়ে জখম করে প্রায় একটানা আধাঘণ্টা ধরে বাড়ির মধ্যে ডাকাতির সময় ডাকাতদলের সামনে আসে রবীন্দ্রনাথের ছেলে মদন (৩২)। তাকে বেধড়ক পিটিয়ে আহত করার শব্দ শুনতে পেয়ে ছুটে আসে রবীন্দ্রনাথের স্ত্রী পুটু রাণী শাহ (৪৫)। তাকেও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে প্রায় এক লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। পরে রবীন্দ্রনাথের স্ত্রী পুটু রাণী ও ছেলে মদনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাতে স্থানীয় পুলিশ খবর পেয়ে সাধুহাটিও দৌলতপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালায়।