দামুড়হুদা প্রতিনিধি: মীর্জা শাহরিয়ার লন্টু আগামী ১৬ সেপ্টেম্বর দামুড়হুদায় কর্মী সমাবেশ করবেন। তাকে স্বাগত জানাতে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে স্থানীয় ডাকবাংলো চত্বরে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ নেতা আফজালুর রহমান বুলুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগ নেতা পিন্টু জোয়ার্দ্দার, দামুড়হুদা উপজেলা কৃষকলীগের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল করিম, উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক মহসিন আলী প্রমুখ।