টিপ্পনী:

খবর: (প্রতারণা : দু লাখ টাকার লোভে ২৪ হাজার টাকা খোয়ালো এক কলেজছাত্র)

 

লোভ কোরো না পরের চিজে

নিজের মতো থাকো,

লোকের তেলে হয় না সিঁথা

নিজের তেলই মাখো।

 

লোভে নাকি পাপ বাড়ে খুব

যায় মালামাল ঘুচে,

শেষে বাপু লাভ হবে না

কেঁদে দু চোখ মুছে।

 

বুদ্ধি দিয়ে চিন্তা করো

একটুখানি ভাবো,

পরের টাকায় পোদ্দারি ভাব

আমারিকায় যাবো!

 

-আহাদ আলী মোল্লা