ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঝিনাইদহ কাডেট কলেজের পাশে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক নজরুল ইসলাম জানান, ঝিনাইদহ ক্যাডেট কলেজের পাশে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সাথে বিপরীতগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে কমপক্ষে ১০ যাত্রী আহত হন। আহতদের সকলের বাড়ি জেলার হরিণাকুণ্ড উপজেলায়। তাদের মধ্যে গুরুতর আহত ২ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় আটক করতে পারেনি পুলিশ।