ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে সাপের কামড়ে ইসরাইল হোসেন (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কালীগঞ্জ উপজেলার দাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। কৃষক ইসরাইল দাদপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানান, বৃহস্পতিবার ভোরে একটি বিষধর সাপ ইসরাইলের বাড়িতে থাকা একটি ছাগলকে কামড় দেয়। ছাগলের ডাকে গৃহকর্তা ইসরাইল সেখানে গেলে তাকেও সাপে কামড় দেয়। এ সময় বিষের যন্ত্রণায় ছটফট করতে থাকলে পরিবারের লোকজন প্রথমে স্থানীয় কবিরাজের নিকট থেকে চিকিৎসা করান। এরপর অবস্থার অবনতি হলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সকাল ১০টায় সেখানে তিনি মারা যান।