জীবননগরের মৃগমারী গ্রামে পুলিশ পরিচয়ে ছিনতাই

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার মৃগমারী গ্রামে আলমগীর হোসেন নামে এক প্রতারক নিজেকে জীবননগর থানার পুলিশ সদস্য পরিচয় দিয়ে এক পথচারীর নিকট থেকে ৩ হাজার ৩শ’ টাকা ও একটি মোবাইলফোন ছিনতাই করে। পরে বিষয়টি জানাজানি হলে ছিনতাইকৃত টাকা ও মোবাইলফোন ওই পথচারীকে ফেরত দিয়েছে সে। মৃগমারী গ্রামের একাধিক ব্যক্তি জানায়, জীবননগর উপজেলার কর্চ্চাডাঙ্গা গ্রামের খোরশেদ আলমের ছেলে ইমান আলী গত শনিবার রাত ১০টার দিকে বাইসাইকেলযোগে দর্শনা থেকে বাড়ি ফিরছিলো। সে মৃগমারী গ্রামে পৌঁছুলে সেনেরহুদা গ্রামের আবু জাফরের ছেলে বহু অভিযোগে অভিযুক্ত জীবননগর থানা পুলিশের দালাল হিসেবে পরিচিত আলমগীর হোসেন (২৮) নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে তার নিকট থেকে ৩ হাজার ৩শ’ টাকা ও একটি মোবাইলফোন ছিনতাই করে নেয়। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে বৃহস্পতিবার দুপুরে ছিনতাইকৃত টাকা ও মোবাইলফোন ওই পথচারীর মামা কাশিপুর গ্রামের মোস্তফার কাছে ফেরত দিয়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করে। এ ঘটনার কিছুদিন আগেও আলমগীর হোসেন পল্লী বিদ্যুতের এক কর্মচারীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে পুলিশের নাম ভাঙিয়ে তার কাছে ১ হাজার টাকা দাবি করেছিলো।

অভিযোগ রয়েছে, অভিযুক্ত আলমগীর হোসেন দিনের অধিকাংশ সময় জীবননগর থানায় অবস্থান করে এবং পুলিশের দালাল হিসেবে কাজ করে। জানতে চাইলে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিব খান জানান, আলমগীর হোসেনের নামে ব্যাপক অভিযোগ থাকায় তাকে বিনা কারণে থানায় আসতে নিষেধ করা হয়েছে। এছাড়া পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের ঘটনা তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।