চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক ওবাইদুর রহমান চৌধুরী জিপুর নামে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে আলমডাঙ্গায় প্রতিবাদ সমাবেশ

 

আলমডাঙ্গা ব্যুরো: গত ৩০ আগস্ট চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের দু গ্রুপের মারামারিকে কেন্দ্র করে জেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক ওবাইদুর রহমান চৌধুরী জিপুসহ সাবেক ছাত্রলীগ নেতাদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে আলমডাঙ্গা উপজেলা ছাত্রলীগ, সাবেক ছাত্রলীগ ও আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে প্রতিবাদ সমাবেশ করেছে। প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন- উপজেলা আ.লীগের সভাপতি হাসান কাদির গনু, সাবেক সভাপতি আয়ুব হোসেন, আ.লীগ নেতা লাভলু দীপক, সাবেক ছাত্রলীগের সভাপতি তাফসির আহমের লাল, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ইকলুচ আহমেদ,  উপজেলা ছাত্রলীগের সভাপতি সালমুন আহমেদ ডন, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, ছাত্রলীগ নেতা শাহিন রেজা শাহীন, প্রচার সম্পাদক জাইদুল, সাইকা, ভারপ্রাপ্ত সম্পাদক তমাল, পিন্টু, টুকুল, আলম, সাংগঠনিক সম্পাদক কাজী চন্দন, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, সাংগঠনিক সম্পাদক পিন্টু, হাসান, মুকুট, রনিসহ আরও অনেকে। তারা চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক ওবাইদুর রহমান চৌধুরী জিপু ও ছাত্রলীগ নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান ও নিন্দা প্রকাশ করেন।