বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে জেলার সকল সাথীদের নিয়ে বার্ষিক সাংগঠনিক সফরের অংশ হিসেবে সাথী সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি হাফেজ বেলাল হুসাইনের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মুহা. তরিকুল ইসলামের পরিচালনায় সাথী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মাদরাসা ছাত্রআন্দোলন সম্পাদক মুহা. মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাবেক জেলা সভাপতি ও বর্তমান জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুহা. রুহুল আমীন, জেলা দফতর সম্পাদক মুহা. মামুন রেজা, অর্থ ও এইচ আর ডি সম্পাদক মুহা.আমান উদ্দিন। এছাড়াও দশটি সাংগঠনিক থানা শাখা সভাপতি, সেক্রেটারীসহ সকল সেক্রেটারিবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার আলোচনায় বলেন- আমাদের নিজেদের মানোন্নয়নের মাধ্যমে আগামী সম্ভাবনার বাংলাদেশ গড়ার জন্য সৎ, দক্ষ ও দেশপ্রেমিক তৈরির জন্য কাজ করতে হবে। তিনি আরো বলেন- আমাদের সকল নেতা-কর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার এবং কেন্দ্রীয় সভাপতি মুহা. দেলাওয়ার হোসেনের ওপর যে অমানবিক-পৈশাচিক নির্যাতন করা হচ্ছে তা বন্ধ করতে হবে এবং সকল নেতা-কর্মীকে মুক্তি দিতে হবে। এছাড়াও আলমডাঙ্গা উপজেলা, চুয়াডাঙ্গা সদর ও জীবননগর অঞ্চলে পৃথক পৃথকভাবে তিনটি কর্মীসমাবেশ অনুষ্ঠিত হয়।