গাংনী প্রতিনিধি: বেশ কিছুদিন বিরতি থাকার পর মেহেরপুর গাংনীর পূর্বমালসাদহ-হাড়িয়াদহ সড়কে আবারও ছিনতাই সংঘঠিত হয়েছে। বুধবার রাতে একদল ছিনতাইকারী পথচারীদের বেঁধে মোবাইলসহ মালামাল ছিনিয়ে নেয়। স্থানীয়দের প্রতিরোধে ছিনতাই করা আলগামন ফেলে পালিয়ে যায় ছিনতাইকারীরা। জানা গেছে, পূর্ব মালসাদহ গ্রাম থেকে কাজ শেষে শ্যালোইঞ্জিন চালিত আলগামনযোগে বাড়িতে ফিরছিলেন বাঁশব্যবসায়ী জয়নাল আবেদীনসহ ১০ জন শ্রমিক। হাড়িয়াদহ-পূর্বমালসাদহ সড়কের ইটভাটার কাছে পৌঁছুলে গাছের গুঁড়ি ফেলে তাদের পথরোধ করে একদল সশস্ত্র ছিনতাইকারী। জয়নাল আবেদীনসহ তার শ্রমিকদের হাত-পা ও মুখ বেঁধে পাশের আখক্ষেতে ফেলে রাখা হয়। তাদের ব্যবহৃত নয়টি মোবাইলসেট লুটে নেয় ছিনতাইকারীরা। তাদের বহনকরা আলগামন নিয়ে স্থান ত্যাগ করার আগেই জয়নাল আবেদীনের ভাইসহ কয়েকজন হাড়িয়াদহ গ্রাম থেকে চেঁচামেচি করতে করতে ঘটনাস্থলের দিকে আসতে থাকে। এক পর্যায়ে আলগামন ফেলে পালিয়ে যায় ছিনতাইকারীরা। যোগাযোগ করা হলে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আলম জানিয়েছেন, ভুক্তভোগীরা বিষয়টি পুলিশকে জানায়নি। তবে ওই সড়েক টহল বৃদ্ধিসহ ছিনতাইকারীদের বিষয়ে খোঁজ খবর নেয়া হবে। গত কয়েক মাস ধরে ওই সড়কে বেশ কয়েকটি ছিনতাই হয়েছে।