গাংনীর গরিবপুরে তিন বাড়িতে ডাকাতি

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার গরীবপুর গ্রামে তিন বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। বুধবার মধ্যরাতে সশস্ত্র ডাকাতদল হানা দিয়ে নগদ টাকা ও সোনার গয়নাসহ দু লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়।

জানা গেছে, ১৫/২০ জনের সশস্ত্র ডাকাতদল গরিবপুর গ্রামের রফাত আলী, আক্কাস আলী ও মিন্টু মিয়ার বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে তারা এ হমলা চালায়। এ সময় নগদ ৪০ হাজার টাকা, তিনটি মোবাইল ও সোনার গয়নাসহ দু লক্ষাধিক টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে থানায় কেউ মামলা করেনি বলে জানিয়েছেন গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আলম।