আলমডাঙ্গা কলেজপাড়া সুপারলিগ ক্রিকেটে জেড চ্যালেঞ্জার জয়ী

 

ক্রীড়া প্রতিবেদক: আলমডাঙ্গা কলেজমাঠে অনুষ্ঠিত কলেজপাড়া সুপারলিগ ক্রিকেটে জেড চ্যালেঞ্জার ক্লাব জয়লাভ করেছে। গতকাল বৃহস্পতিবার আলমডাঙ্গা ডিগ্রি কলেজমাঠে অনুষ্ঠিত খেলায় টসে জিতে দ্য অ্যাভেঞ্জার ক্লাব ৯ উইকেটে ১৩৩ রান সংগ্রহ করে।

জবাবে জেড চ্যালেঞ্জার ক্লাব ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ফলে ৩ উইকেটে জয় পায় জেট চ্যালেঞ্জার ক্লাব। আজ একই মাঠে সকালে মুখোমুখি হবে অলস্টার বয়েজ ক্লাব ও ইতিহাসের হিরো এবং বিকেলে মুখোমুখি হবে জেড চ্যালেঞ্জার মুখোমুখি হবে দ্য অ্যাভেঞ্জার ক্লাবের। খেলাটি পরিচালনা করে  হাশেম খান ও নোমান শাহ।