মাথাভাঙ্গা মনিটর: ছয়বারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতলো আফগানিস্তান। গতকাল বুধবারের ফাইনালে তারা ২-০ গোলে ভারতকে হারায়। গত আসরে ঘরের মাঠে ভারত আফগানদের হারিয়ে ষষ্ঠ শিরোপা জিতেছিল। কিন্তু নেপালের মাটিতে শিরোপার লড়াইয়ে একই প্রতিপক্ষের কাছে হেরে যেতে হলো তাদের। আর প্রতিশোধ তুলে নিয়ে দক্ষিণ এশীয় গেমসের শ্রেষ্ঠত্ব পেলো আফগানিস্তান।
খেলার ৯ মিনিটে মুস্তাফা আজাদজয়ের গোলে এগিয়ে যায় আফগানরা। দ্বিতীয়ার্ধে স্যান্দজার আহমাদি জয়সূচক গোলটি করেন।