বাজারগোপালপুর প্রতিনিধি: ঝিনাইদহের কলীগঞ্জ উপজেলার আড়মুখ গ্রামের মাহাফুজুর রহমান (২১) তার প্রেমিকার দায়েরকৃত মামলায় এখন জেলহাজতে রয়েছে। গত সোমবার সন্ধ্যায় মাহাফুজুর ঝিনাইদহ সদর উপজেলার বঙ্কিরা গ্রামের প্রেমিকা লাবণী খাতুনের (১৩) সাথে দেখা করতে এসে রাতে অবস্থান করাকালে গ্রামবাসী অসামাজিক কাজের অভিযোগ তুলে লাবণীকে বিয়ে করার জন্যা বলে। বিয়েতে রাজি না হলে তাকে এক পর্যায়ে পুলিশে দেয়।
জানা গেছে, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের আড়মুখ গ্রামের আতিয়ার রহমান মাস্টারের ছেলে উপজেলার মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির প্রথমবর্ষের ছাত্র মাহাফুজুর রহমান ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি উইনিয়নের বঙ্কিরা গ্রামের মন্টু মণ্ডলের মেয়ে বঙ্কিরা হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্রীর সাথে দীর্ঘ আটমাস প্রেম করে আসছিলো। গত সোমবার বিকেল প্রেমিকার ফোন পেয়ে সন্ধ্যায় ছুটে আসেন প্রেমিক মাহাফুজুর। রাতে অসামাজিক কার্যকলাপের আভিযোগে গ্রামবাসী তাদের দুজনকে আটক করে মাহাফুজকে তার প্রেমিকাকে বিয়ে করার জন্য বলে। কিন্তু মাহাফুজ প্রেমিকা লাবণীকে বিয়ে করতে রাজি না হওয়াই গ্রামের লোকজন মাফুজকে স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জকে খবর দেয় এবং গত মঙ্গলবার লাবণী বাদী হয়ে ৯’র (ক) ধারায় ঝিনাইদহ সদর থানায় মামলা করলে পুলিশ প্রেমিক মাফুজকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে।