মাথাভাঙ্গা মনিটর: নেইমারের দুর্দান্ত পারফরমেন্সে পর্তুগালকে ১-৩ গোলে হারাল ব্রাজিল। আমেরিকার জিলেত্তে স্টেডিয়ামে মঙ্গলবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জিতল সেলেসাওরা। ১৮ মিনিটে মেইরেলেসের গোলে এগিয়ে যায় পর্তুগাল। তবে ছয় মিনিট পরই নেইমারের বানিয়ে দেয়া বলে সমতায় ফেরান থিয়াগো সিলভা। প্রথমার্ধে দলকে এগিয়ে রাখতে দর্শনীয় ড্রিবলিঙে গোল করেন নেইমার।
দ্বিতীয়ার্ধে সান্তোসের সাবেক তারকা নেইমার পাস দেন ম্যাক্সওয়েল। ব্রাজিলিয়ান এ ডিফেন্ডারের ক্রস থেকে দলের তৃতীয় ও জয়সূচক গোলটি করেন জো। এ নিয়ে পর্তুগালের বিপক্ষে তিনটি ম্যাচে অপরাজিত থাকলো ব্রাজিল। দুটি প্রীতি ম্যাচে জয়সহ গত বিশ্বকাপে গোলশূন্য ড্র করে সেলেসাওরা। কদিন আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬-০ গোলে জিতেছিলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।