থাইল্যান্ডে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় পাঁচ পুলিশ নিহত

মাথাভাঙ্গা মনিটর: থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের হামলায় পাঁচ পুলিশ সদস্য নিহত হয়েছে বলে ধারণা করছে পুলিশ। বিচ্ছিন্নতাবাদীরা হত্যার পর তাদের অস্ত্র নিয়ে পালিয়ে যায়। পুলিশ কর্নেল কোয়িত র‍্যাট্যানাচোটে গতকাল বুধবার জানান, পাত্তানি প্রদেশের থাং ইয়াংডায়েং শহরের একটি রাস্তায় ৫-৬ জন বিদ্রোহী পুলিশের একটি পিকআপ অনুসরণ করে হামলা চালায়।চার পুলিশের লাশ পিকআপের পাশেই পাওয়া যায়। আর একজনের লাশ পাওয়া যায় পিকআপের ভেতরে। নিহত পুলিশ সদস্যরা তেল চোরাচালানকারীদের বিরুদ্ধে দেশটির নেয়া পদক্ষেপের একটি স্কোয়াডে কাজ করছিলেন। ধারণা করা হচ্ছে, হামলাকারীরা বারিসান রিভোলুসি নাশিওনালের (বিআরএন) সদস্য।
কয়েকদিন আগে দেশটির ইয়ালা প্রদেশে একটি স্কুলে বিস্ফোরণে দুজন সেনাসদস্য নিহত ও একটি শিশু আহত হয়, এরপরেই আবার গতকাল বুধবার এ হামলা চালানো হল। ধারণা করা হচ্ছে, পূর্ব পরিকল্পিতভাবেই এ হামলা চালানো হয়েছে।