ঝিনাইদহের শৈলকুপায় অস্ত্রসহ ৩ ছিনতাইকারী আটক

 

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপা থেকে ২টি দেশীয় অস্ত্রসহ ৩ ছিনতাইকারীকে আটক করেছে গ্রামবাসী। গতকাল বুধবার ভোর ৫টার দিকে শৈলকুপা উপজেলার বোয়ালিয়া গ্রাম থেকে তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এলাকাবাসী জানায়, প্রায়ই উপজেলার রতিডাঙ্গা ও বোয়ালিয়াসহ আশপাশের কয়েকটি গ্রামে চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটছে। সোমবার রতিডাঙ্গা গ্রামে ইমদাদ হোসেন নামে এক ব্যক্তির বাড়ি থেকে মোটরসাইকেল চুরি হয়। এলাকার লোকজন রাতে পাহারার ব্যবস্থা করে। গতকাল বুধবার ভোর ৫টার দিকে  রতিডাঙ্গার পার্শ্ববর্তী বোয়ালিয়া গ্রামের কিছু লোককে সন্দেহজনক ঘোরাফেরা করার সময় গ্রামবাসী তাদের আটক করে। আটককৃতরা হলো, রতিডাঙ্গা গ্রামের সাইদ, শিতল ও জিল্লু মিয়া। তাদের কাছ থেকে দুটি দেশীয় অস্ত্র পাইপগান পাওয়া গেছে। শৈলকুপা থানার ওসি আনোয়ার হোসেন জানান, গ্রামবাসী ২টি অস্ত্রসহ ৩ ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।