স্টাফ রিপোর্টার: যশোরে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ কালু মৃধা (৪০) নামে একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ডিবি পুলিশ ইসমাইল কলোনিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক কালু শহরের চাঁচড়া ইসমাইল কলোনির নান্নু মৃধার ছেলে। যশোর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালু মৃধাকে আটক করা হয়েছে। পরে তার বসতঘরের মাটি খুঁড়ে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।