মেহেরপুরের মোমিনপুর হাইস্কুলের প্রধান শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা বর্জন

 

স্টাফ রিপোর্টার: মেহেরপুর সদর উপজেলার মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে নিয়োগ প্রত্যাশীরা পরীক্ষায় অংশ নেননি। নিয়োগ পেতে মোটা অঙ্কের ঘুষ দাবির অভিযোগে তারা গতকালের নিয়োগ পরীক্ষা বর্জন করেছেন। গতকাল মঙ্গলবার এ পরীক্ষায় শুধু একজন পরীক্ষার্থী হাজির হলে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন পরীক্ষা গ্রহণকারীরা।

জানা গেছে, মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে আবেদনকারীদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের নির্ধারিত দিন ছিলো। বালিয়ারপুর গ্রামের মিজানুর রহমান মজনু, কলাইডাঙ্গা গ্রামের মিজানুর রহমান, মোমিনপুর গ্রামের তালেব উদ্দীন, পিরোজপুর গ্রামের শামীম হোসেন, গাংনীর শহিদুল ইসলাম, দরবেশপুরের তারিক মুছা, দলিয়ারপুরের সাব্বির হোসেন ও আলুকদিয়ার নুর হোসেনসহ ১০ জন প্রার্থীর মধ্যে শুধু মিজানুর রহমান মজনু পরীক্ষা দিতে আসেন। প্রার্থীদের কয়েকজন অভিযোগ করেন, প্রধান শিক্ষক পদে নিয়োগ নিতে ৮ থেকে ১০ লাখ টাকা উৎকোচ দাবি করা হয়। টাকা না দিলে নিয়োগ হবে না বলে জানিয়ে দেয়া হয়। এ কারণে তারা পরীক্ষায় অংশগ্রহণ করেননি। নিয়োগ বোর্ডে ছিলেন মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) প্রতিনিধি মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী আনিছুর রহমান ও যশোর শিক্ষা বোর্ড প্রতিনিধি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেনসহ অন্যরা। সরকারি বিধি অনুযায়ী নিয়োগ পরীক্ষায় তিনজনের কম প্রার্থী অংশগ্রহণ করলে সে পরীক্ষা বাতিল হবে। গতরাতে দৈনিক মাথাভাঙ্গার পক্ষ থেকে জানতে চেয়ে আনোয়ার হোসেনের মোবাইলফোনে যোগাযোগ করা হলেও তিনি মোবাইল রিসিভ করেননি। তবে মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্যদের সভাপতি মাহবুবুল আলম শান্তি বলেছেন, নিয়োগের জন্য কারও কাছে কোনো অর্থ দাবি করা হয়নি। বেশি সংখ্যক পরীক্ষার্থী অংশ না নেয়ায় আজকের (গতকালের) নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।