মাথাভাঙ্গা মনিটর: হারারে স্পোর্টিং ক্লাবে টস জিতে ব্যাটিং নিয়ে পাকিস্তানি বোলারদের সামনে সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ে। দ্বিতীয় ও শেষ টেস্টে প্রথম দিন তারা ৮ উইকেট হারিয়ে ২৩৭ রান সংগ্রহ করেছে।
প্রথম দিন শেষে জিম্বাবুয়ে: প্রথম ইনিংস- ২৩৭/৮ (৯০ ওভার)।
সফরকারী বোলার রাহাত আলী ও জুনাইদ খানের তোপে পড়ে ৩১ রানে দুটি উইকেট হারায় স্বাগতিকরা। তবে হ্যামিল্টন মাসাকাদজা ও ব্রেন্ডন টেলরের শতরানের জুটিতে শুরুর ধাক্কা সামলায় দল। ১১০ রানের জুটি গড়ে ব্যক্তিগত সেরা ৭৫ রানে সাঈদ আজমলের শিকার হন মাসাকাদজা। মারলন ওয়েলারের সাথে ৩১ রানের জুটি ভাঙে টেলর সাজঘরে ফিরলে। ৫১ রান করেন স্বাগতিক অধিনায়ক। এছাড়া দলকে মোটামুটি সংগ্রহ এনে দিতে অবদান রাখে ওয়েলারের ২৩ ও তিনাশে পানিয়াঙ্গারার ২৪ রান। প্রসপার উতসেয়া ১৪ রানে অপরাজিত ছিলেন। জুনাইদ নেন তিনটি উইকেট। রাহাত ও আব্দুর রেহমান পান দুটি করে।