মাথাভাঙ্গা মনিটর: আগামী মাসে দক্ষিণ কোরিয়া ও জাম্বিয়ার সাথে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। দেশটির ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এ খবর নিশ্চিত করেছে। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ১২ অক্টোবর সিউলে লড়বে সেলেকাওরা। তিনদিন পর বেইজিংয়ে জাম্বিয়াকে মোকাবেলা করবে তারা। প্রত্যাশা করা হচ্ছে, এ ম্যাচগুলোতে দল নিয়ে নতুন কিছু করবেন লুইজ ফেলিপ্পে স্কলারি। ২০০২ সালের বিশ্বকাপজয়ী এ কোচ গত সপ্তায় জানান, আগামী বিশ্বকাপের জন্য এখনও ছয় থেকে সাতটি জায়গা নিশ্চিত করার বাকি আছে। গত শনিবার অস্ট্রেলিয়াকে ০-৬ গোলে উড়িয়ে দিয়ে মঙ্গলবার পর্তুগালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে নামছে ব্রাজিল।