দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপির সদস্য মরিচা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল বারীর বাড়ির বৈঠকখানা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি।
দৌলতপুর থানার ওসি রবিউল ইসলাম জানান, সোমবার রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মরিচা ইউনিয়নের ভুরকাপাড়া গ্রামের বিএনপি নেতা আব্দুল বারীর বাড়িতে অভিযান চালায়। এ সময় আব্দুল বারীর বৈঠকখানায় লুকানো অবস্থায় একটি দেশি বন্দুক, ৭ রাউন্ড কার্তুজ ও ৪১ রাউন্ড বুলেট উদ্ধার করে পুলিশ। তবে এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।