নগদ টাকাসহ সোনার গয়নাগাটি লুটপাট : আহত ১
কার্পাসডাঙ্গা/ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গায় সশস্ত্র মুখোশধারী ডাকাতদল অস্ত্রের মুখে লুটপাট নগদ টাকাসহ সোনার গহনাগাটি লুটপাট করেছে। বাধা দেয়ায় একজনকে পিটিয়ে আহত করেছে। পুলিশ বলেছে ভিন্ন কথা। গতপরশু সোমবার রাত সাড়ে ১২টার দিকে ১৫/১৬ জনের মুখোশধারী সশস্ত্র ডাকাতদল দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মাঝপাড়ার জয়নাল আবেদীনের ছেলে আব্দুস সোবহান, রফিকুল ও শফিকুলের বাড়িতে হানা দেয়। ডাকাতেরা বাড়ির সকলকে অস্ত্রের মুখে লুটপাট শুরু করে। প্রায় আধঘণ্টাব্যাপি তিন বাড়ি থেকে ডাকাতেরা নগদ ৪৫ হাজার টাকা, ছয়টি মোবাইলফোন ও লক্ষাধিক টাকার সোনার গয়না লুট করে। এ সময় বাধা দেয়ার চেষ্টা করা হলে রফিকুলকে পিটিয়ে আহত করে ডাকাতেরা। দীর্ঘসময় ধরে ডাকাতির ঘটনায় পুলিশি ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
এদিকে কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই রবিউল ইসলাম জানিয়েছেন, তিনি ছুটি থেকে গতকাল মঙ্গলবার ফিরেছেন। ঘটনাস্থলে গিয়ে রহস্যজনক ডাকাতি বলে মনে হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। তবে ঘটনাটি খতিয়ে দেখে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের প্রক্রিয়া চালানো হচ্ছে বলে জানান।