টিপ্প্নী:

খবর: (তিতুদহের বলদিয়ায় স্কুলছাত্রীকে ফুঁসলিয়ে গ্যাঁড়াকলে ছোট বাবু)

ছোট বাবুর বড় কাম
শুনলে ছোটে গায়ের ঘাম
আহা মজা ভারি মজা
তুললো লোকে গায়ের চাম।

নাড়লে কাঠি নাড়লে কল
পেলে কেমন স্বাদের ফল
ঘা প্যাদানি খেয়ে খেয়ে
ফেললে শুধু চোখের জল।

চাটলে কেমন মধুর রস
কী করে হয় এমন বশ
মজার মজার করলে পিরিত
ভালোয় তোমার হাতের যশ।

-আহাদ আলী মোল্লা