জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের বাড়ান্দি গ্রামের মুক্তিযোদ্ধা রমজান আলী (৬৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে……রাজেউন)। সোমবার বিকেলে বার্ধক্যজনিত রোগে তিনি তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। গতকাল মঙ্গলবার তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদসূত্রে জানা যায়, জীবননগর উপজেলার বাড়ান্দি গ্রামের মৃত নোয়াব আলী মণ্ডলের ছেলে ছেলে মুক্তিযোদ্ধা রমজান আলী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সোমবার বিকেলে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও ৩ মেয়েসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। পুলিশের একটি চৌকসদল তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করে। ইউএনও সাজেদুর রহমান, ওসি আব্দুর রাকিব খান, রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জত হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কামন্ডার নিজামউদ্দিন, সাইদুর রহমান ও সামসুল আলম ছাত্তার প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।