চুয়াডাঙ্গা বিজিবি তিনকোটি টাকা মূল্যের ভারতীয় যন্ত্রাংশ জব্দ করেছে

2nd copy স্টাফ রিপোর্টার: বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি-৬ চুয়াডাঙ্গা ক্যাম্পের একটি বিশেষ দল ঝিনাইদহ ক্যাডেট কলেজের সামনের রাস্তা থেকে তিনটি কাভার্ডভ্যান ভর্তি তিন কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য আটক করেছে। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটায় বিজিবি চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন দপ্তরে আয়োজিত এক প্রেসব্রিফিঙে এ তথ্য জানানো হয়।

বিজিবি-৬ চুয়াডাঙ্গার উপঅধিনায়ক মেজর মেহেদী হাসান প্রেসব্রিফিঙে জানান, অধিনায়ক লে. কর্নেল গাজী মো. আসাদুজ্জামানের নেতৃত্বে টাক্সফোর্সের মাধমে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে তিন কোটি টাকা মূল্যের শ্যুটিং কাজে ব্যবহৃত লাইট, মাইক্রোবাসের টায়ার ও রাইচমিলের যন্ত্রাংশ জব্দ করা হয়। তবে মালামাল বহনকারী তিনটি কাভার্ডভ্যানকে ছেড়ে দেয়া হবে এবং মালামাল দর্শনা কাস্টমসে জমা দেয়া হবে বলে তিনি জানান।