মাথাভাঙ্গা অনলাইন ঃ চট্রগ্রামের মিরসরাই বাদামতলা এলাকায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার জন। মঙ্গলবার দুপুরে যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটো ওভারটেক করতে গেলে সামনে থেকে আসা একটি ট্রাক চাপা দিলে হতাহতের ঘটনা ঘটে।
আহতরা হলেন এক পরিবারের মা পুষ্প জলদাশ, মেয়ে বন্দনা জলদাশ, পুত্র সাজু জলদাশ ও সবুজ জলদাশ। আহতের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের স্থানীয় মাতৃকা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি উপজেলার ১৪ নম্বর হাইতকান্দি ইউনিয়নের বালিয়াদী নোয়া বাজার জলদাশপাড়ায়। তারা সিএনজিযোগে বাড়ি থেকে মিরসরাই যাচ্ছিলেন।
মিরসরাই থানা পুলিশ ও এলাকাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে একটি সিএনজি (নং চট্টগ্রাম-থ ১১-৮৩৪৭) ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের (নং চুয়াডাঙ্গা-ট ১১-০৩৩০) নিচে চাপা পড়ে। এ সময় ঘটনাস্থলেই দুজন মারা যান।